অস্ত্রসহ অনুপ্রবেশ, ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে বিজিবির মামলা

| আপডেট :  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭  | প্রকাশিত :  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭


অস্ত্রসহ অনুপ্রবেশ, ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে বিজিবির মামলা

বিবার্তা প্রতিবেদক


মিয়ানমারে সংঘাতের মধ্যেই কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ২৩ রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যেই তাদেরকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

এ ঘটনায় ৯ ফ্রেব্রুয়ারি, শুক্রবার দুুপুরে বিজিবির পক্ষ থেকে উখিয়া থানায় মামলা করা হয়েছে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পালংখালী ইউনিয়নের থ্যাংখালী রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে বিজিবির এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা মামলা নথিভুক্ত করেছি। এই মামলা পুলিশ তদন্ত করবে।

আটককৃতরা মিয়ানমারের নাগরিক কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, মঙ্গলবার রহমতের বিল দিয়ে কিছু লোক ভিন্ন পোশাকে অস্ত্র নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে। তাদের পরিচয় জানতে চাইলে স্থানীয়দের ওপর বোমা হামলা করে। এ সময় কয়েকজন লোক আহত হয়। পরে তাদের ধাওয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত