ইসরায়েলে ব্যালিস্টিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: হোয়াইট হাউস

| আপডেট :  ০১ অক্টোবর ২০২৪, ১০:১২  | প্রকাশিত :  ০১ অক্টোবর ২০২৪, ১০:১২


ইসরায়েলে ব্যালিস্টিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক


হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরান শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

১ অক্টোবর, মঙ্গলবার সিএনএনের লাইভে এ কথা জানান ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।

বিবৃতিতে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে, ইরান দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে ওই কর্মকর্তা আরো বলেন, আমরা সক্রিয়ভাবে এই হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।

বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত