কাজী সালাউদ্দিনের পদত্যাগসহ ক্রীড়াঙ্গন সংস্কারের দাবি

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৪, ১০:৫৯  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৪, ১০:৫৯


কাজী সালাউদ্দিনের পদত্যাগসহ ক্রীড়াঙ্গন সংস্কারের দাবি

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুকে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ ও নড়াইল জেলার ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৫ আগস্ট, রবিবার বিকালে জেলার সাবেক-বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে শহরের কুড়িরডোব মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলার সাবেক,বর্তমান খেলোয়াড় জাহিদুল ইসলাম মধু, শেখ পিকুল আলম,সোহাগ আহম্মেদ কালাম,টিপু সুলতান,সবুজ আহম্মেদ ,বোরহান,সাফা সহ প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশ নেয়।

বিক্ষোভকারীরা জানান, বাফুকের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের একইসঙ্গে জেলার ক্রীড়াঙ্গন সংস্কারে অনতিবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি, ফুটবল অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থাসহ তিনটি উপজেলায় ক্রীড়া সংস্থার কমিটি গঠনে সুবিধাবাদী কর্মকর্তাদের সুযোগ না দিয়ে ক্রীড়া সংগঠক ও সাবেক-বর্তমান খেলোয়াড়দের অগ্রধিকার দিতে হবে।

বিবার্তা/শরিফুল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত