কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর চতুর্থ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

| আপডেট :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭  | প্রকাশিত :  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭


কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর চতুর্থ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি


কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর চতুর্থ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। খোকসা উপজেলা শহরের সঙ্গে ওসমানপুর ইউনিয়নসহ আশপাশের জনপদকে সংযোগ করছে এই সেতু। সেই সঙ্গে পাশের জেলা ঝিনাইদহের একটি বড় অংশের মানুষ এই সেতুর সুফল পাবেন।

৫ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় যৌথভাবে শহরের কালীবাড়ির কাছে বহুল প্রতীক্ষিত খোকসা-ওসমানপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন নদী পাড়ের মানুষ।
খোকসা উপজেলা শহরের কোল ঘেঁসে গেছে পদ্মা নদীর প্রধান শাখা গড়াই নদী। নদীর পশ্চিমপাড়ে ওসমানপুর ইউনিয়নসহ রয়েছে গ্রামীণ জনপদ। জরুরি কাজসহ নিত্যপ্রয়োজনে ওইসব এলাকার মানুষের শহরের আসার একমাত্র উপায় বা যোগাযোগমাধ্যম নৌকা। এতে দুর্ভোগের অন্ত ছিল না হাজার হাজার মানুষের। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবহেলিত জনপদগুলোকে শহরের সঙ্গে জুড়তে সেতু হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির বন্যা বইছে নদী তীরের মানুষের মধ্যে। ২৭৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে খুব দ্রুত সেতুর কাজ শুরুর কথা জানান, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) আসনের সাংসদ আব্দুর রউফ।

বিবার্তা/শরীফুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত