গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২৪, ১০:২০  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২৪, ১০:২০


গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

সারাদেশ

ভোলা প্রতিনিধি


ভোলায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

১৯ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ওই গৃহবধূ ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। নিহত নাজমা বেগম তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী এবং ৩ সন্তানের জননী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকমাস ধরে নাজমা বেগম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবার্তা/শাহীন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত