ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ

| আপডেট :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩  | প্রকাশিত :  ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩


ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ

সারাদেশ


কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে যেকোনো সময় থেকে ফেরি চলাচল শুরু হবে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। তাই নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত