চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

| আপডেট :  ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫১  | প্রকাশিত :  ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫১


চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

খেলা

স্পোর্টস ডেস্ক


বিশ্বকাপ থেকে ভুগছিলেন চোখের সমস্যায়। দেরি না করে বিশ্বকাপ চলাকালীন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো শুরু করেন সাকিব আল হাসান, কাজ হয়নি। বিশ্বকাপের পর শুরু হয় নির্বাচনি ব্যস্ততা। নির্বাচন শেষ হতেই গত ১৪ তারিখ চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় ডাক্তার তেমন কোনো সমস্যার কথা বলেননি। তাই ১৮ তারিখ রাতে দেশে ফেরেন সাকিব।

তবে বিপিএলের প্রথম দিন মাঠে নেমেই বুঝতে পারেন সমস্যা আরও জটিল হচ্ছে। শনিবার (২০ জানুয়ারি) ম্যাচ শেষ হতে ফ্র্যাঞ্চাইজিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের জানান, চোখের সমস্যার কথা।

ঝুঁকি এড়াতে ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে সাকিবকে পাঠাচ্ছে সিঙ্গাপুরে। রবিবার দুপুর ১টায় উড়াল দেন সাকিব। সেখানেই আবারও দেখাবেন বিশেষজ্ঞ ডাক্তার।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন। খালেদ আহমেদের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন রংপুরের এই অলরাউন্ডার। বল হাতে ছিলেন দুর্দান্ত। ১৬ রানে নেন ২ উইকেট। সিলেটের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে, এক প্রকার নিশ্চিত। কবে দেখা যাবে তাও নির্ভর করছে সাকিবের চোখের অবস্থার উপর।

গতবার সাকিব খেলছিলেন ফরচুন বরিশালে। এবার আসেন রংপুরে। অনুশীলনের প্রথম দিন থেকেই হাজির ছিলেন মাঠে। চশমা পরে প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। কিন্তু এক ম্যাচ না হতেই আপাতত যেতে হচ্ছে চিকিৎসার বিরতিতে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত