জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় একজন নিহত

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮


জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় একজন নিহত

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর জুরাইনে রেলগেট পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা পুরুষ (৪০) নিহত হয়েছেন।

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জুরাইন রেলগেট সংলগ্ন সেতু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত ব্যক্তিকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মো: সাইদুল ইসলাম জানান, আমি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাই ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিল, তখন অনেকে চিৎকার করে বলছে ট্রেন আসতেছে কিন্তু সে শুনতে পায়নি। পরে রেলগেট পার হওয়ার সময়ই  নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এরপর আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, জুরাইন রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা আহত ব্যক্তি ঢামেকে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত