ঝিনাইগাতীতে বিদেশি মদসহ তিন মাদককারবারি গ্রেফতার

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪


ঝিনাইগাতীতে বিদেশি মদসহ তিন মাদককারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি


শেরপুরের ঝিনাইগাতীতে ৩৭ বোতল বিদেশি মদসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  র‌্যাব জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে উপজেলার শালচুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাকাবার এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. ফারুক আহম্মেদ (৩২), নয়াগাও এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাকিল মিয়া (২৮) এবং ঝিনাইগাতী সদরের মো. আব্দুল মজিদের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৮)।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে শালচূড়া এলাকায় অভিযান চালান। এসময় ৩৭ বোতল বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ফারুক আহম্মেদের নামে ইতিপূর্বে আরো ৮টি মামলা রয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিবার্তা/মনির/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত