ঝিনাইদহে হত্যা মামলার পলাতক ৬ আসামি গ্রেফতার

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৪, ০১:৫০  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৪, ০১:৫০


ঝিনাইদহে হত্যা মামলার পলাতক ৬ আসামি গ্রেফতার

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহ থেকে হত্যা মামলার ৬ পলাতক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

এজাহারভুক্ত আসামিরা হলো সজীব বিশ্বাস, বিজয় বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রশনজিৎ বিশ্বাস ও পলাশ বিশ্বাস।

১৫ এপ্রিল, সোমবার দিবাগত রাতে জেলার শৈলকূপা উপজেলার ভাটোই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা।

১৬ এপ্রিল, সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র‍্যাব-৬ (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম এ তথ্য জানান।

তিনি বলেন, ভগবাননগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে নীলপূজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রবিবার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের সাথে অধীর বিশ্বাস নামের এক চৈত্র সন্ন্যাসীর সাথে কথা কাটা-কাটি হয়।

পরে রাতে বাড়ির পেছনে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়।

এ বিষয়ে স্বাধীনের পিতা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ১০/১২ জনকে আসামি করে শৈলকূপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  এ ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

এদিকে রাতেই গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহের শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়।

বিবার্তা/রায়হান/জবা   

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত