টস জিতে রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে দুর্দান্ত ঢাকা

| আপডেট :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭  | প্রকাশিত :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭


টস জিতে রংপুরের বিপক্ষে ফিল্ডিংয়ে দুর্দান্ত ঢাকা

খেলা

স্পোর্টস ডেস্ক


ঢাকা পর্বের প্রথম ধাপ এবং সিলেট পর্বের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। তারকায় ঠাসা দলটি এখন জয়ের খোঁজে। অন্যদিকে, জয় দিয়ে শুরু করা ঢাকাও নিজেদের শেষ ম্যাচে হেরেছে। রংপুরের বিপক্ষে দারুণ কিছু করতে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুবকে নিয়ে মাঠে নেমেছে তারা।

২৭ জানুয়ারি, শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।    

এবারের বিপিএলে এখন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে নেই সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে তারা। তারকায় ভরপুর দলটি পয়েন্ট টেবিলেও আছে নিচের দিকে। তাই এই ম্যাচে জয় তুলে নিতে বদ্ধপরিকর দলটি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তারা।
 
এই ম্যাচে ঢাকার একাদশে আছে দুই পরিবর্তন। চতুরঙ্গ ডি সিলভার বদলি হিসেবে দলে এসেছেন সাইম আইয়ুব। উসমান কাদিরের বদলই হিসেবে দলে এসেছেন আলাউদ্দিন বাবু।

ঢাকা একাদশ: নাইম শেখ, সায়েম আইয়ুব, ইরফান শুক্কুর, দানুশকা গুনাথিলাকা, লাসিথ ক্রুসপুলে, আলেক্সান্ডার ইয়ান রস, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু।

রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রেন্ডন কিং, বাবর আজম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামীম পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত