টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

| আপডেট :  ০৮ জুলাই ২০২৪, ০৭:০৬  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২৪, ০৭:০৬


টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি


বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

৮ জুলাই, সোমবার সকালে শহরের শহীদস্মৃতি পৌর উদ্যানে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন।

এ উপলক্ষ্যে বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান।

পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের চারা গাছ বিতরণ করা হয়।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই রবিবার পর্যন্ত এ মেলা চলবে।

বিবার্তা/ইমরুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত