তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউয়ের প্রস্তুতি

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৪, ১০:২৪  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৪, ১০:২৪


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউয়ের প্রস্তুতি

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

২৫ আগস্ট, রবিবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে রিভিউকারীদের পক্ষের আইনজীবী ড. শরীফ ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রায় ৮শ পৃষ্ঠার রিভিউ আবেদন প্রস্তুত করা হয়েছে। চেম্বার জজ আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) রিভিউ ফাইল করা হবে।

এর আগে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তবে পরবর্তী ১০ম ও ১১তম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত।

রায়ে বলা হয়, এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে সংসদে ঐকমত্যের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত