দুই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

| আপডেট :  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২  | প্রকাশিত :  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২


দুই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

বিবার্তা প্রতিবেদ


২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

১৮ সেপ্টেম্বর, বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা বলেন, দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই। আগামীতে যাতে সংকট না হয়, এজন্য আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৩টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে দুটি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব উত্থাপিত ও অনুমোদিত হয়েছে।

বিবার্তা/জেএইচ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত