দৌলতপুরে যাত্রীবাহী বাসে বিজিবির তল্লাশী, ৭০০ গ্রাম কোকেন উদ্ধার

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮


দৌলতপুরে যাত্রীবাহী বাসে বিজিবির তল্লাশী, ৭০০ গ্রাম কোকেন উদ্ধার

সারাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি


কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৭০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি।

শনিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা এলাকায় যাত্রীবাহী ভাই ভাই পরিবহনে তল্লাশী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় কোকেন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাস ডাংমড়কা এলাকায় থামিয়ে তল্লাশী অভিযান চালায়। এসময় প্যাকেটজাত অবস্থায় ৭০০ গ্রাম কোকেন উদ্ধার করে বিজিবি। তবে মাদক বহনকারী মালিক ও মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি। পরে উদ্ধার হওয়া কোকেনের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা নির্ধারণ করে কুষ্টিয়ার মিরপুর ব্যাটালিয়নে জমা দিয়েছে প্রাগপুর বিজিবি।

বিবার্তা/শরীফুল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত