নীলফামারীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭


নীলফামারীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারাদেশ

নীলফামারী প্রতিনিধি


নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১৩।

৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- ডিমলা উপজেলার ডালিয়া ক্লোজার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪), ডালিয়া আদর্শ পাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)।

সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সড়ক (সরকারপাড়া) এলাকায় একটি বাঁশঝাড় থেকে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ এই দুই যুবককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের নামে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ গণমাধ্যমকর্মীরা।

বিবার্তা/সুজন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত