পঞ্চগড়ে জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব শুরু

| আপডেট :  ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:০৭  | প্রকাশিত :  ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:০৭


পঞ্চগড়ে জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব শুরু

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব শুরু হয়েছে। প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই উৎসব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করেন।

৩১ জানুয়ারি, বুধবার বিকালে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। পরে পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

স্টলগুলোতে রসের পিঠা, পোকন পিঠা, ভাপা পিঠা, চিতাই পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা কুলি পিঠা, পুরি পিঠা, ভাজা কুলি পিঠা,সরু পিঠাসহ আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান প্রকার পিঠা স্থান পেয়েছে। এছাড়াও উৎসবে চারজন নারী উদ্যোক্তা নান্দনিক পিঠা তৈরি ও প্রদর্শন করেন। পঞ্চগড়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিবার্তা/বিপ্লব/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত