পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ০৫:৩৮  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ০৫:৩৮


পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।

৩১ জুলাই, বুধবার এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। সেখানে রঙিন বেলুন উড়িয়ে সংরক্ষিত ৩০১ আাসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত ৩০১ আাসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা কে, এম আব্দুল হালিম।

সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস শাহসেনওয়া প্রধান শুভ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, জেলা আওয়ামী লীগের সহসবঅপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মৎস্য চাষী নারায়ণ চন্দ্র ঝাঁ ও  সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।

এসময় সেরা তিনজন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের ৫০ কেজি পোনা অবমুক্ত করেন অতিথিরা।

মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে অংশীজনদের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা,পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা ও সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ। সমাপনী দিনে ৫ আগস্ট রবিবার দুপুরে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিবার্তা/বিপ্লব/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত