প্রাইমারির শিক্ষক হিসেবে আপনাকে যা জানতে হবে

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২১, ১০:৪৭  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২১, ১০:৪৭

সরকারি প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষকদের কিছু বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এগুলো তাদের সবসয়ই কাজে দেয়। গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে রাখুন আজ।

১) MOPME – এর পূর্ণরূপ: Ministry of primary & mass education.
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২) DPE – এর পূর্ণরূপ:
Directorate of Primary Education.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

৩)NAPE – এর পূর্ণরূপ: National academy for primary education.
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী।
৪)PTI – এর পূর্ণরূপ: Primary teachers training institute.
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্টান।
৫)URC – এর পূর্ণরূপ: Upazila resource center.
উপজেলা রিসোর্স সেন্টার।

৬) APSC – এর পূর্ণরূপ: Annual primary school census.
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি।
৭) EMIS – এর পূর্ণরূপ: Education Management information system.
শিক্ষা ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (প্রক্রিয়া)।
৮) DR – এর পূর্ণরূপ: Descriptive roll.
বর্ণনামূলক রোল।

৯) ACR – এর পূর্ণরূপ: Annual confidential report.
বার্ষিক গোপনীয় প্রতিবেদন।
১০) DG – এর পূর্ণরূপ: Director of general.
মহাপরিচালক।
১১) DD – এর পূর্ণরূপ: Divisional director.
বিভাগীয় পরিচালক।
১২) AD – Assistant director.
সহকারী পরিচালক।

১৩) DPEO – এর পূর্ণরূপ:
District Primary Education Officer.
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
১৪) UEO – এর পূর্ণরূপ:
Upazila Education Office.
উপজেলা শিক্ষা অফিসার।

১৫) AUEO – এর পূর্ণরূপ:
Assistant Upazila Education Officer.
সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
১৬) DPEd – এর পূর্ণরূপ:
Diploma in primary education.
প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা।
১৭) C in ed – Certificate in education.
১৮) CL – এর পূর্ণরূপ: Casual leave.
নৈমিত্তিক ছুটি।

১৯) EL – এর পূর্ণরূপ: Earn leave.
অর্জিত ছুটি।
২০) PRL – এর পূর্ণরূপ: Post retirement leave.
অবসর উত্তর ছুটি।
২১) GPF – এর পূর্ণরূপ: General provident fund.
সাধারণ ভবিষ্য তহবিল।
২২) GPS – এর পূর্ণরূপ: Government primary school.
সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সম্পাদনায়: উজ্জল ফরিদ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত