প্রাথমিকের ক্লাস নিয়ে আজ যেসব সিদ্ধান্ত হলো

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬

আগামী বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রাথমিকস্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে, করোনার ক্ষতি পোষাতে এ বছর ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

করোনা সংক্রমণের হার কমায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। তবে প্রাথমিকস্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে আগামী বুধবার (২ মার্চ)। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এর দুই সপ্তাহ পর।

চুম্বক অংশগুলো:

(ক) ০২ মার্চ ২০২২ থেকে সকল শ্রেণির শিশুরা বিদ্যালয়ে আসবে, অর্থাৎ ২০১৯ সালের মতো স্বাভাবিক ভাবে বিদ্যালয় চলবে।

(খ) প্রতি বিদ্যালয় দুই শিফটে অনুষ্ঠিত হবে।
(গ) এনসিটিবি নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে যা পাওয়া মাত্র দিয়ে দেওয়া হবে।

(ঘ) স্বাস্থ্যবিধি শতভাগ পালন করতে হবে।
(ঙ) বিদ্যালয় রিওপেনিং প্রস্তুতি নিয়ে সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে পাঠদান শুরু করার অনুরোধ করা হয়।

(চ) প্রাক-প্রাথমিক বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আপাতত বন্ধ থাকবে।
(ছ) স্কুল রিওপেনিয়ের সকল শর্ত বলবৎ থাকবে, যেমন সমাবেশ হবে না। প্রয়োজনে ক্লাসকে সেকশনে ভাগ করে নিতে হবে।

সম্পাদনায়: উজ্জল প্রধান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত