প্রাথমিকের সাপ্তাহিক রুটিন প্রকাশ

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২১, ০৮:০১  | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২১, ০৮:০১

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাস শিখন ত্বরান্বিত কৌশল (এআরএলপি) এবং ব্রেন্ডেড রুটিন মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক সরাসরি, রেডিও, টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে পাঠদান সমন্বয় সাধন করে শিখন ত্বরান্বিতকরণ পরিকল্পনা পুনর্বিন্যাস করা হয়।পুনর্বিন্যস্ত এআরএলপি এবং বিদ্যালয়ের সাপ্তাহিক ব্রেন্ডেড রুটিন আগামী ২৮ নভেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়নের অনুরোধ করা হলো।

সংযুক্ত:
১. সাপ্তাহিক ব্রেন্ডেড রুটিন
২. গণিত
৩. বাংলা
৪. ইসলাম ও নৈতিক শিক্ষা
৫. হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
৬.বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা
৭. বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
৮. খৃষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা
৯. ইংরেজি
১০. প্রাথমিক বিজ্ঞান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত