বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের সাথে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ১১:২৭  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ১১:২৭


বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের সাথে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের সাথে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা।

৩১ জুলাই, বুধবার সিউল, দক্ষিণ কোরিয়ায় বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের (ডব্লিউপিটিএফ) সাথে এফিলিয়েশন নিবন্ধন, অ্যাথলেট ট্রেনিং উন্নয়ন, কোচেস এডুকেশন, লজিস্টিক সাপোর্ট এবং অলিম্পিকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরিতে সহযোগিতা করার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রায় ২ ঘণ্টাব্যাপী এই ফলপ্রসূ সভাটি ডব্লিউপিটিএফ সদর দপ্তরে প্রেসিডেন্ট সিউং হো বাং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এ কে এম রফিকুল ইসলাম ও মো. মোহাম্মদ আব্দুল মান্নান এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি এর তায়কোয়ানদো কোচ জনাব মো. রাশিদুল হাসান।

সভায় উভয় পক্ষের গঠনমূলক আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় ডব্লিউপিটিএফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এ কে এম রফিকুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও জনাব মো. রাশিদুল হাসান টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

উল্লেখ্য, এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশে তায়কোয়ানদো খেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতা আয়োজন ও আন্তর্জাতিক  পর্যায়ে বাংলাদেশের অবস্থান সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

বিবার্তা/রোমেল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত