ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪


ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


র‌্যাব-৯ এর অভিযানে বিদেশি মদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে ১৮২ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮২ বোতল বিদেশি মদ উদ্ধারপূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. কামরুল ইসলাম (৩৫), পিতা- মো. লাল চান, মো. ইসমাইল হোসেন (২৫), পিতা- মো. গিয়াস উদ্দিন উভয়েরই বাড়ি মধ্য ধনপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

বিবার্তা/নিয়ামুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত