ভারতকে ২৫৪ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২


ভারতকে ২৫৪ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

খেলা

স্পোর্টস ডেস্ক


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে অজিরা। তাই শিরোপা ধরে রাখতে ভারতকে ২৫৪ রান করতে হবে।

১১ ফেব্রুয়ারি, রবিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার স্যাম কন্টাস।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক হাগ ওয়েবগেনকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন। তবে ইনিংসের ২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইড ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে সহজ ক্যাচ লুফে নেন মুশের খান। এতে ৭৮ রানে ভাঙে এই জুটি।

এরপর ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন অধিনায়কও। ৬৬ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন ওয়েবগেন। ৫৬ বলে ৪২ রানে ফেরেন ডিক্সনও।

চতুর্থ উইকেটে হার্জাস সিংয়ের সঙ্গে ৬৬ রানের জুটি করেন হিক্স। উইকেট থিতু হয়ে দুর্দান্ত হাফ-সেঞ্চুরিও তুলে নেন হার্জাস। প্যাভিলিয়নে ফেরার আগে ৩ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৫ রানের কার্যকরী এক ইনিংস। অন্যদিকে ২৫ বলে ২০ রানে ফেরেন হিক্স।

শেষ দিকে ৪৩ বলে ৪৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ওলিভার পিকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫৩ রান তুলে অস্ট্রেলিয়া।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত