রাতের আঁধারে বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

| আপডেট :  ০৭ জুলাই ২০২৪, ১০:৪২  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৪, ১০:৪২


রাতের আঁধারে বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে (বিএসএফ) নিহত বাংলাদেশি যুবক মো. রাজুর (২৭) মরদেহ রাতের আঁধারে ফেরত দিয়েছে বিএসএফ। এসময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তাসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে এই মরদেহ ফেরত দেওয়া হয়। নিহত রাজু ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়াল গ্রামের হবিবর রহমানের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। লাশ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় গতকাল বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুলাই) ভোররাতে রাজুসহ বেশ কয়েকজন  উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে রাজুস কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে রাজু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিবার্তা/মিলন/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত