লক্ষ্মীপুরে প্রতিদিন বন্যার পানি কমলেও পরিস্থিতি উন্নতি হয়নি

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯


লক্ষ্মীপুরে প্রতিদিন বন্যার পানি কমলেও পরিস্থিতি উন্নতি হয়নি

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। খুবই ধীরে ধীরে পানি নামলেও দুর্গত এলাকায় এর প্রভাব পড়েনি। জেলাতে বন্যার পানি প্রতিদিন কোথাও এক ইঞ্চি, কোথাও দুই ইঞ্চি আবার কোথাও তিন ইঞ্চি কমছে। এখনো পানিবন্দি প্রায় ছয় লাখ মানুষ। ৩২ হাজারের বেশি লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বন্যার পানিতে এখনো তলিয়ে আছে জেলার ৩০ শতাংশ এলাকা।

বন্যার পানি যেসব খাল দিয়ে মেঘনা নদীতে নেমে যাওয়ার কথা, ওইসব খাল দখল, ভরাট এবং নানা প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ কমে গেছে। এতে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই।

এদিকে বন্যায় জেলার কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোর হিসেবে মতে, কৃষিখাতে ২২৭ কোটি, প্রাণিসম্পদ খাতে ৮ কোটি ৬৫ লাখ এবং মৎস্য খাতে ২৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে পথে বসায় উপক্রম হয়েছে কৃষক, মৎস্য চাষি ও পশু-পোল্ট্রি খামারিদের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, জেলার রামগতি এবং কমলনগর উপজেলাতে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও সদর উপজেলার পানি নামতে বাঁধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ওই উপজেলার পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। পানি নিষ্কাশনের খালের বিভিন্ন স্থান দখল ও প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহের গতি নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী ৫ লাখ ৬৯ হাজার ৫০০ জন লোক পানিবন্দি হয়ে আছে। জেলার ৪১৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩২ হাজার ৫১৯ মানুষ। জেলার প্রায় ৩০ শতাংশ এলাকা এখনো পানির নিচে।

তিনি আরো বলেন, পানি ধীরগতিতে নামছে, দিনে এক থেকে তিন ইঞ্চির মতো।

বিবার্তা/সুমন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত