লাখো মুসল্লির অংশ গ্রহণে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭


লাখো মুসল্লির অংশ গ্রহণে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হলো ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টায় শুরু হয়ে ২৩ মিনিটের মোনাজাতে প্রথম পর্ব শেষ হয়।

ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের।

আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। সকাল থেকে বয়ান ও জিকির-আসকারের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের কার্যক্রম।

ইজতেমার আখেরি মোনাজাত ঘিরে ফজরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের কুড়িল বিশ্বরোড থেকে ইজতেমামুখী যান চলাচল বন্ধ রয়েছে। একইভাবে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চলছে না যানবাহন। চলাচল নির্বিঘ্ন করতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিবার্তা/মোসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত