লামায় জাতীয় ভোটার দিবস পালিত

| আপডেট :  ০২ মার্চ ২০২৪, ০৫:১২  | প্রকাশিত :  ০২ মার্চ ২০২৪, ০৫:১২


লামায় জাতীয় ভোটার দিবস পালিত

সারাদেশ

লামা প্রতিনিধি


‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ৬ষ্ঠ বারের মত উৎসব মুখর পরিবেশে ‘জাতীয় ভোটার দিবস’ ২৪ পালিত হয়েছে।

২ মার্চ, শনিবার সকালে এক র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ ও পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ কামরুল হাসান পলাশ এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ২ মার্চ ২৪ পর্যন্ত উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৯০৪জন ও ৩৯ হাজার ৩০৯ জন মহিলা ভোটার রয়েছে।

বিবার্তা/আরমান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত