লেবাননে চার দিনে ২৫০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

| আপডেট :  ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৩  | প্রকাশিত :  ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৩


লেবাননে চার দিনে ২৫০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক


লেবাননে ইসরায়েলের স্থল বাহিনী অভিযান শুরু করার পর গত ১ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাাহর অন্তত ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের ২১ কমান্ডার এবং বাকিরা সবাই সাধারণ যোদ্ধা ছিলেন। এছাড়া গত চার দিনে লেবাননে হিজবুল্লাহর ২ হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।

৪ অক্টোবর, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এসব তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, গত চার দিনে হিজবুল্লাহর ২৫০ জন সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি গোষ্ঠীটির ২ হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে ৫ জন হিজবুল্লাহর ব্যাটালিয়ন কমান্ডার, ১০ জন কোম্পানি কমান্ডার এবং ৬ জন প্ল্যাটুন কমান্ডার ছিলেন। অভিযানে স্থলবাহিনীকে সহযোগিতা করছে বিমানবাহিনী।

ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ড প্রায় ভঙ্গুর হয়ে গেছে।

বিবার্তা/এনএইচ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত