শৈলকূপায় পুলিশ সুপারের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২  | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২


শৈলকূপায় পুলিশ সুপারের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নে পুলিশ সুপারের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি, সোমবার বিকালে বগুড়া প্রাইমারি স্কুল মাঠে শৈলকূপা থানা পুলিশের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার আজিম-উল-আহসান।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সহকারী পুলিশ (শৈলকূপা হরিনাকুন্ডু সার্কেল) অমিত কুমার বর্মণ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ, আইনের শাসন প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা এবং জননিরাপত্তা ও আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে অপরাধমুক্ত ঝিনাইদহ জেলা প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করণের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমরা সর্বদাই এ জেলার জনগণের শান্তি ও নিরাপত্তা কামনা করি। কারণ যাই হোক না কেন যেকোনো অকাল মৃত্যুই পরিবার, দেশ ও জাতির জন্য দুঃখ জনক। কাজের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এসময় তিনি ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী।

বিবার্তা/রায়হান/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত