হাসানের ফাইফারে ৩৭৬ রানে থামল ভারত

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২  | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২


হাসানের ফাইফারে ৩৭৬ রানে থামল ভারত

স্পোর্টস ডেস্ক


চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে যত দ্রুত ভারতকে আটকে রাখা যায় সেই লক্ষ্য ছিল বাংলাদেশি বোলারদের। সেই লক্ষ্য পূরণ করেছেন তাসকিন-হাসানরা। তাসকিনের তিন শিকার ও শেষ বেলায় বুমরাহকে সাজঘরে ফিরিয়ে ফাইফার তুলে নিয়েছেন হাসান মাহমুদ। আর তাতে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

প্রথম দিনেই ব্যাট হাতে নামতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি বাধ সাধায়। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত এই দু’জনের নৈপুণ্যে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৩৯ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত।

নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

বিবার্তা/এসএ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত