হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

| আপডেট :  ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬  | প্রকাশিত :  ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬


হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি


ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন বিএসএফ।

২৬ জানুয়ারি, শুক্রবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর তরুণ শিং ও বিজিবির হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার মো. দেলোয়ার হোসেন এর হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত পুরুষ ও নারী বিজিবি-বিএসএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানান।

সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।

এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।

বিবার্তা/রব্বানী/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত