৬৪ জেলায় সর্বজনীন পেনশন প্রচার মেলার উদ্যোগ

| আপডেট :  ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩০  | প্রকাশিত :  ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩০


৬৪ জেলায় সর্বজনীন পেনশন প্রচার মেলার উদ্যোগ

বিবার্তা প্রতিবেদক


সর্বজনীন পেনশন প্রকল্পে জনগণকে আকৃষ্ট করতে দেশজুড়ে সার্বজনীন পেনশন প্রচার মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ন্যাশনাল পেনশন অথরিটি (এনপিএ) সূত্র জানিয়েছে, জনগণের শঙ্কা দূর করার লক্ষ্যে এবং সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ বিভাগের ৬৪ জেলায় পেনশন মেলা অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে এনপিএ রাজশাহী বিভাগে একটি মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজশাহী নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।  

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৭০টি স্টল থাকবে। আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ও ব্র্যাক এবং ব্যাংকের বুথ থাকবে।

এছাড়া এই মেলা সুষ্ঠুভাবে আয়োজনে স্থানীয় প্রশাসন এনপিএকে সহায়তা করবে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত