অতিরিক্ত সচিব পদে ৮৯ জনের পদোন্নতি (তালিকা)

| আপডেট :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৭  | প্রকাশিত :  ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৫

সরকার প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত ৮৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। এছাড়া সৌদি আরব ও জার্মানির দূতাবাসে কর্মরত অপর দু’জন কর্মকর্তাকেও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়,এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একই দিন জারি করা অপর এক আদেশে সৌদি আরব দূতাবাসে কর্মরত মিনিস্টার অ্যান্ড এইচওসি ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং জার্মানি দূতাবাসে কর্মরত পলিটিক্যাল মিনিস্টার মো. মুর্শীদুল হক খানকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৮৭ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের এখনও পদায়ন করা হয়নি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা:

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত