অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়ছে যুবারা

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়ছে যুবারা

খেলা

স্পোর্টস ডেস্ক


এশিয়া কাপ জেতার পর অনূর্ধ্ব-১৯ দলের প্রতি প্রত্যাশার চাপও এখন অনেকটা বেশি। বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নিয়ে ভাল কিছুরই প্রত্যাশা করছে বিসিবি।

প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বিদায়ী বছরটা স্মরণীয় করে রেখেছে অনূর্ধ্ব-১৯ দল। নতুন বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামার অপেক্ষায় তারা। বিশ্বকাপ খেলতে মধ্য রাতে দেশ ছাড়বে টাইগার যুবারা।

চলতি মাসের ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে। জানা গেছে, টুর্নামেন্টে অংশ নিতে ৭ জানুয়ারি, রবিবার রাত ১টা ৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে যুবারা।

আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে যুব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। তার দুদিন পর টাইগার যুবারা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সব মিলিয়ে পাঁচটি ভেন্যুতে ১৬ দল ও ৪১ ম্যাচের এই বিশ্বকাপ আসর শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই:
নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত