অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ্য: সারাহ কুক

| আপডেট :  ১৪ আগস্ট ২০২৪, ০৪:৫৮  | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২৪, ০৪:৫৮


অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ্য: সারাহ কুক

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফিরিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ্য।

১৪ আগস্ট, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন ব্রিটিশ হাইক‌মিশনার।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার ব‌লেন, শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফিরিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ্য।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানও সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এম তৌহিদ হোসেন।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত