অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

| আপডেট :  ১৫ জুলাই ২০২৪, ০৪:২৭  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৪, ০৪:২৭


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সারাদেশ

হিলি প্রতিনিধি


দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে তিন হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সম্পুল ফিজিশিয়ান ঔষধ বিক্রির দায়ে ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ জুলাই, সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন বাংলা হিলি বাজারে যৌথ অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন।

সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ও অভিযোগের ভিত্তিতে বাংলা হিলি বাজারে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে বাজারের, বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সম্পুল ফিজিশিয়ান ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিবার্তা/রববানী/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত