আগামীকাল আ.লীগের সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২


আগামীকাল আ.লীগের সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বুধবার গণভবনে অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপের অংশটুকু প্রদর্শন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। ইতোমধ্যে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছেন ১,৫৪৯ জন নারী।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত