আগামীকাল উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে ইসির বৈঠক

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২


আগামীকাল উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে ইসির বৈঠক

বিবার্তা প্রতিবেদক


উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও নির্বাচনী আচরণ বিধি সংশোধন নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১টায় তার সভাকক্ষে ২৮তম কমিশন সভাটি অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি হলো, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর সংশোধন সংক্রান্ত, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর সংশোধন সম্পর্কিত এবং বিবিধ।

ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত