আজ সন্ধ্যায় শিল্পকলায় ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৪  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৪


আজ সন্ধ্যায় শিল্পকলায় ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’

শিল্প-সাহিত্য

বিবার্তা প্রতিবেদক


মহাভারতের আদিপর্বে বর্ণিত চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেমের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তাঁর প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

কন্যা হওয়া সত্ত্বেও বাবার ইচ্ছায় চিত্রাঙ্গদার বেড়ে ওঠা ছিল একজন পুরুষ যোদ্ধা রূপে। ফলে অর্জুনের প্রেমে পড়ার পর চিত্রাঙ্গদা তার বাহ্যিক রূপ ও অন্তরের চাওয়া-পাওয়ার সাথে এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল।

নিজের দ্বৈত সত্তার সকল দ্বন্দ্ব ও দ্বিধাকে জয় করে অর্জুনকে পাওয়ার এই প্রণয়কথার একটি আধুনিক রূপান্তরকে সবার সামনে মঞ্চস্থ করতেই সারা যাকেরের নির্দেশনা ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’।

১৫ এপ্রিল, সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত