আদালতের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল

| আপডেট :  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২  | প্রকাশিত :  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২


আদালতের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


আলাদা তিনটি মামলায় ৩১ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।

১৬ ফেব্রুয়ারি, শুক্রবার তার আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় লতিফ খোসা বলেন, ‘গোপন তারবার্তা ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং অনৈসলামিক বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারিক আদালতে আপিল করা হয়েছে।’

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড, এর কিছুদিন পরই দুর্নীতির মামলায় ১৪ বছর ও সর্বশেষ বিবাহ আইন ভঙ্গের দায়ে ইমরান খানকে ৭ বছরের কারাদণ্ড দেয় রাওয়াল পিন্ডির একটি আদালত।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত