আর্জেন্টিনা ৩, ব্রাজিল ১

| আপডেট :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১  | প্রকাশিত :  ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১

বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আজ মাঠে নেমেছিল ব্রাজিল-চিলি, আর্জিন্টিনা-ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনটা সহজ জয়েই শুরু করলো আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। যার সুবাদে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়েও বেশ খানিকটা এগিয়ে গেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জিতলেও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হলো আর্জেন্টিনাকে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা। শীর্ষে রয়েছে ব্রাজিল।

অপরদিকে, মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডে পায়নি ব্রাজিল! অথচ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ চিলির মাঠে খেলতে গিয়ে কোনও সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে।পেয়েছে টানা সপ্তম জয়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নেইমাররা পেয়েছে ১-০ গোলের জয়। ম্যাচের একমাত্র গোলটি করেছেন এভারতন রিবেইরো। এই জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো ব্রাজিল।

৭ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত