আ.লীগের ৬৭ জনের কমিটির ২৩ জনই মৃত

| আপডেট :  ০৬ জুন ২০২২, ১০:৫০  | প্রকাশিত :  ০৬ জুন ২০২২, ১০:৫০

রাজা-জমিদারের তীর্থভূমি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। এর ১০টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ সংসদীয় আসন।এক সময় জাতীয় রাজনীতিতে এ উপজেলার সমৃদ্ধ অবস্থান ছিল। কিন্তু এখন রাজনৈতিক হত্যাকাণ্ডসহ নানা ইস্যুতে বিপর্যস্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। কমিটি চলে ভারপ্রাপ্ত দিয়ে!

জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত হয় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি। তারপর আজ পর্যন্ত সম্মেলন হয়নি। শুরুর দিকে ৬৭ জন সদস্য ছিলেন কমিটিতে। তাদের মধ্যে মারা গেছেন ২৩ জন।

কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির ও সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস মারা যাওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের বৈঠা ভারপ্রাপ্তদের হাতে।

সোমবার (৭ জুন) দুপুরে সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম। তিনি বলেন, ২০১৬ সালে একবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু, সম্মেলন হয়নি। এখনও সম্মেলন হবে বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে তারিখ নিয়ে। ফলে সাংগঠনিকভাবে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সামনে নির্বাচন, এ অবস্থায় দলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করা ছাড়া কোনো উপায় নেই। নূরুল বলেন, আমরা বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলার নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে সম্মেলন হবে। তবে আমরা চাই দ্রুত সম্মেলন করে যোগ্য নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হোক।

উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বলেন, দীর্ঘ নেতৃত্বশূন্যতায় স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক কাঠামো দুর্বল। তবে সংগঠনে গ্রুপিং বা কোন্দল নেই। দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনায় সরব ভাব রয়েছে। যা বর্তমান নেতৃত্বের সফলতা বলে আমি মনে করি।

সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে কমিটি গঠন হলে সংগঠন আরও বেশি শক্তিশালী হবে বলেও তিনি মনে করেন।

এদিকে নির্দেশ পেলেই সম্মেলনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল আহমেদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত