ইতালিতে মৃত মারাদোনাকে নিয়ে তিনদিন ধরে চলছে বিক্ষোভ

| আপডেট :  ১১ জানুয়ারি ২০২৪, ০৭:০৪  | প্রকাশিত :  ১১ জানুয়ারি ২০২৪, ০৭:০৪


ইতালিতে মৃত মারাদোনাকে নিয়ে তিনদিন ধরে চলছে বিক্ষোভ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


দিয়েগো মারাদোনার স্মৃতিবিজড়িত শহর নাপোলি (ইতালির ভাষায়) বা নেপলস। ২০১৭ সালে এই দেয়ালচিত্রটি তৈরি করেছিলেন স্ট্রিট আর্টিস্ট জোরিৎ। এই দেয়ালচিত্রে মারাদোনাকে ‘মানব-ঈশ্বর’ হিসেবে তুলে ধরেছেন জোরিৎ। ১৯৮৭ সালে মারাদোনার হাত ধরে নাপোলি ইতালিয়ান লিগের শিরোপা জেতার ৩০ বছর পূর্তিতে বানানো হয়েছিল দেয়ালচিত্রটি।

কিন্তু সম্প্রতি ১০ কোটি ৬০ লাখ ইউরোর ওই আবাসন পুনর্বাসন প্রকল্পের দায়িত্ব নিয়েছে ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান। এই প্রকল্পের উদ্দেশ্য হল, পুরনো আবাসন ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা। সান জিওভান্নি তেদুচি এলাকায় দুটি আবাসিক ভবন ভেঙে নতুন করে নির্মাণ করার কাজ চলছে। তার মধ্যে একটি ওই আবাসন যেখানে মারাদোনার বিশাল দেয়ালচিত্র রয়েছে। নেপলসের বাসিন্দাদের কাছে ওই আবাসনের বিশেষ গুরুত্বও রয়েছে। তাই আবাসন ভাঙার খবর শুনেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে নাপোলিতে। গত তিনদিন থেকে বিক্ষোভ করছে যাতে মারাদোনার দেয়াল চিত্রের স্থাপনা না ভাঙা হয় সেজন্যে।

অধিবাসীরা দাবি করেছেন, আবাসন যদি ভাঙতেই হয় তাহলেও যেন দেয়ালচিত্রটি অক্ষত থাকে। সেটি ভেঙে দেয়া মানে নাপোলির সম্মান ধুলোয় মিশিয়ে দেয়া। কারণ নাপোলি মারাদোনাকেই তাদের ঈশ্বর হিসেবে মানে। এখন মারাদোনার জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয় শ্রদ্ধার সঙ্গে। ওই ভবনটি পর্যটক আকর্ষণের কেন্দ্রও বটে।

নাপোলি মানেই মনে আসে দিয়েগো মারাদোনার (Diego Maradona) কথা। যিনি এই ক্লাবকে বিখ্যাত করেছেন, তাকে বিশ্ব ফুটবলে প্রতিষ্ঠা দিয়েছেন। ১৯৯০ সালে মারাদোনার হাত ধরে শেষবার নাপোলি চ্যাম্পিয়ন হয়েছিল সিরিআ লিগে। এমনকী ১৯৮৭ সালেও নাপোলির লিগ জয়ী দলের সদস্য ছিলেন মারাদোনা। ফুটবল ঈশ্বরকে এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই শহর।  

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত