ইতিবাচকধারায় পুঁজিবাজার, সূচকের সাথে লেনদেনে উত্থান

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫১  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫১


ইতিবাচকধারায় পুঁজিবাজার, সূচকের সাথে লেনদেনে উত্থান

শেয়ার বাজার

বিবার্তা প্রতিবেদক


দীর্ঘদিন চলছে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন।টানা দরপতনে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা প্রায় নিঃস্ব। সর্বশেষ গত বৃহস্পতিবার বড় পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়।এমন পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে। তবে আজ পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। পুঁজিবাজারে আতঙ্ক কেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

অনেকদিন যাবত ধুঁকতে থাকা পুঁজিবাজার যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। আজ এমন উত্থানের পেছনে (বিএসইসি) চেয়ারম্যানের দ্বিতীয় দফা পুনর্নিয়োগের খবর । আজ লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করলেও কিছুক্ষণ পরই সাহস নিয়ে ঘুরে দাঁড়ায় এবং বাজার কেবল সামনে যেতে থাকে। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ দীর্ঘদিন পর ডিএসইর সূচকে সেঞ্চুরি দেখা গেল। এদিন ডিএসইতে ৩ শতাংশের বেশি দরে শেয়ার লেনদেন হয়েছে ১৬৩টিরও বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতোদিন একটি গোষ্টি বিএসইসি চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতায় পুঁজিবাজারে ডাম্পিং সেল করেছে। যাতে বাজার ঘুরতে দাঁড়াতে না পারে । এবার বাজারে কান্ডারি চলে এসেছে। যার ফলে একটি চক্রের কারসাজি আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে। যার ফলে বাজার ধীরে ধীরে সামনের দিকেই এগুবে। বাজার তার নিজ গতিতে এগিয়ে যাবে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির, দর কমেছে ৫২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসইতে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০২ কোটি ৫২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৪৩ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯৯ পয়েন্টে।

সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ৭১টির এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত