ইসরায়েলের হামলায় গাজায় ১৪ হাজার শিশু নিহত

| আপডেট :  ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৪০  | প্রকাশিত :  ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৪০


ইসরায়েলের হামলায় গাজায় ১৪ হাজার শিশু নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর আগ্রাসন চালাচ্ছে দখলদার দেশ ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে ১৪ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এটি মোট নিহতের ৪৪ শতাংশ।

৫ এপ্রিল, শুক্রবার ফিলিস্তিনের বার্ষিক শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে।

আল জাজিরা টেলিভিশনের পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্বিচারে হামলার কারণে প্রতি ঘণ্টায় প্রায় চার শিশুর মৃত্যু হচ্ছে। নিখোঁজদের মোট সংখ্যার অন্তত ৭০ ভাগ নারী এবং শিশু। তাদের সংখ্যা অন্তত ৭ হাজার।

রিপোর্টে আরো বলা হয়েছে, ‘ইসরায়েলী সেনাবাহিনীর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের ৮ লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মানসিক নির্যাতন, ভয়ভীতি, উদ্বেগ, বিষণ্নতা এবং নিপীড়নের শিকার হওয়ায় তাদের এখন বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হচ্ছে।’

আদমশুমারি অনুসারে, গাজা উপত্যকায় প্রায় ৪৩ হাজার ৩৪৯ শিশু এতিম বা পিতামাতা ছাড়াই বসবাস করে। এই জাতীয় শিশুর সংখ্যা ২০২০ সালে ছিল ২৬ হাজার ৩৪৯।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত