ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, দুপুর ১ টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ

| আপডেট :  ১৭ জুলাই ২০২৪, ০১:৩২  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৪, ০১:৩২


ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, দুপুর ১ টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষা

ইবি প্রতিনিধি


চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক ঘণ্টার নোটিশে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ নিয়েছে প্রশাসন।

১৭ জুলাই, বুধবার  বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ১৭ জুলাই দুপুর ১টার মধ্যে ছাত্রদের ও ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার জন্য বলা হলো।

স্বল্প সময়ের নোটিশে হল বন্ধের নোটিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।
এদিকে, বুধবার বিকাল ৩টায় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ ও সমাবেশ ঘোষণা করেছে কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা।

বিবার্তা/জায়িম/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত