ঈদের আগে আরটিজিএসে লেনদেন নিষ্পত্তির নতুন সূচি

| আপডেট :  ০৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৩  | প্রকাশিত :  ০৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৩


ঈদের আগে আরটিজিএসে লেনদেন নিষ্পত্তির নতুন সূচি

অর্থ-বাণিজ্য

বিবার্তা প্রতিবেদক


ঈদের আগে শুক্র-শনিবার সাপ্তাহিক ও রবিবার শব-ই-কদরের ছুটিতে (৫,৬ ও ৭ এপ্রিল) বিশেষ ব্যবস্থায় শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে। এসময় তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থায় নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

৪ এপ্রিল, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার (৫ এপ্রিল) আরটিজিএস গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর এ সময় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত।

৬ ও ৭ এপ্রিল শনিবার ও রোববার আরটিজিএস গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর এ সময় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত।

আরটিজিএস হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে তাৎক্ষণিক লেনদেন পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা। বর্তমানে দেশের ব্যাংকগুলো এ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও গ্রাহকদের সঙ্গে লেনদেন করছে।

ঈদের আগে তিনদিন ছুটিতে শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, আগামী শুক্র-শনিবার সাপ্তাহিক ও রোববার শব-ই-ক্বদরের বন্ধসহ ৫,৬ ও ৭ এপ্রিল  টানা তিনদিন ছুটি। এসময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্র‌য়ের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় সীমিত পরিসরে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখ‌তে বলা হ‌য়ে‌ছে। ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়ে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত