ঈদ ঘিরে স্বপ্নে’র বাজারে বিশেষ ছাড়

| আপডেট :  ০৫ এপ্রিল ২০২৪, ০১:১৪  | প্রকাশিত :  ০৫ এপ্রিল ২০২৪, ০১:১৪


ঈদ ঘিরে স্বপ্নে’র বাজারে বিশেষ ছাড়

অর্থ-বাণিজ্য

বিবার্তা প্রতিবেদক


প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় নিত্যপণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে সুপারশপ ‌‘স্বপ্ন’। এবার সাপ্তাহিক ছাড় পণ্যের সঙ্গে আসন্ন ঈদ ঘিরে প্রয়োজনীয় বেশ কিছু পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। আজ (৫ মার্চ) ও আগামীকাল (৬এপ্রিল) বেশ কিছু পণ্যে খোলা বাজারের চেয়ে কম দামে পাওয়া যাবে।

বিশেষ ছাড়ে মিলবে যে-সব পণ্য

এসিআই পিউর লাচ্ছা সেমাই (২০০+-৫০ গ্রাম) প্রতি প্যাকেট  ৩২.৭৫ টাকা, চিনিগুড়া চাল ১২৮ টাকা, খোলা চিনি ১৩৮ টাকা, দেশী পিয়াঁজ৪৮ টাকা, বিফ প্রিমিয়াম কিউব (কেজি) ৭৬০  টাকা, ইলিশ (৪০০- ৪৯৯ গ্রাম) ৪৪৯  টাকা, গলদা (প্রতি কেজি) ৯৪৫ টাকা, রোস্ট এর মুরগী (পিস) ২১৫ টাকা, ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার (১০০০ গ্রাম) ৮০২ টাকা, মিনিকেট প্রিমিয়াম চাল (প্রতি কেজি) ৭২ টাকা, নাজিরশাল প্রিমিয়াম চাল (প্রতি কেজি)    ৭৫ টাকা, মসুর ডাল (প্রতি কেজি) ১১২ টাকা, এসিআই অ্যারোমা চিনিগুড়া চাল- (প্রতি কেজি)    ১৫০ টাকা, এসিআই লবণ (প্রতি কেজি) ৩৩.৬০ টাকা,এসিআই অ্যারোমা/ স্বপ্ন মাস্টার্ড ওয়েল-(প্রতি লিটার) ৩৭০ টাকা, পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার ৭৪৮ টাকা, ডাবলি ডাল ৮০ টাকা, রাঁধুনি হলুদ গুড়া (২০০ গ্রাম) ১১৬.২৫ টাকা, রাঁধুনি চিলি (২০০ গ্রাম)১৭৪.৫০ টাকা, রাঁধুনি ফিরনি মিক্স (১৫০ গ্রাম) ৬৩.৫০ টাকা, কাজী ফার্ম –প্লেন পরাটা – (১৩০০ গ্রাম) ২৮৬ টাকা, কোকা কোলা (২.২৫ লিটার) ১৩৫.৫০ টাকা, সেভেন আপ ২০০০ মিলি (প্ল্যাস্টিক বোতল) ১২৫.৫০ টাকা, স্প্রাইট (২.২৫ মিলি) ১৩৫.৫০ টাকা, পেপসি ২.২৫ মিলি (প্ল্যাস্টিক বোতল) ১২৫.৫০ টাকা, মোজো (২ লিটার) ৮৩ টাকা, রিন ডিটারজেন্ট পাউডার (২ কেজি)  ২৯৫.৫০ টাকা, সার্ফ এক্সেল (১ কেজি) ২৪৮.২৫ টাকা, কাভেরি মেহেদী কোন ২৭.৫০ টাকা, লাক্স জেসমিন ভিটামিন ই সোপ (১০০ গ্রাম) ৫০.২৫ টাকা, লাক্স সোপ রোজ অ্যান্ড ভিটামিন ই- (১০০ গ্রাম) ৫০.২৫ টাকা ও সানসিল্ক স্টানিং ব্ল্যাক শাইন / হেয়ারফল ৩৭৮ টাকা

এছাড়া কালার কসমেটিক্স, বডি স্প্রে তে ৪০ পারসেন্ট এবং আইসক্রিম ও ফ্রোজেন আইটেমগুলোতে থাকছে ১৫ শতাংশ অবধি ছাড় । এর বাইরে এসিআই/ পুষ্টি/সানশাইন আটা-ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৫ শতাংশ ছাড় ।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত