ঈশ্বরদীতে কোকেনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

| আপডেট :  ২৮ মার্চ ২০২৪, ০২:৪৩  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২৪, ০২:৪৩


ঈশ্বরদীতে কোকেনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সারাদেশ

পাবনা প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য কোকেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে ঈশ্বরদী বাজারের গোপাল সুপার মার্কেটের পিছন থেকে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের ১৮০ গ্রাম মাদ্রকদ্রব্য কোকেনসহ আটক করে। উক্ত মাদকের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের কুজিপুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, একই উপজেলার সিদ্দীকের ছেলে হাফিজুর রহমান এবং গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ হাসান বাসির জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ২০লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম কোকেনসহ উল্লিখিত ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি কার্যক্রম পক্রিয়াধীন।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত